English Version
আপডেট : ১৩ জুন, ২০১৬ ১৭:০৫

সাঁড়াশি অভিযানে ১১৯ জঙ্গিসহ ৯ হাজার জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
সাঁড়াশি অভিযানে ১১৯ জঙ্গিসহ ৯ হাজার জন গ্রেপ্তার

জঙ্গি দমনে দেশব্যাপী সাঁড়াশি অভিযানে তিন দিনে ১১৯ জঙ্গিসহ গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৯১৬ জনকে। তৃতীয় দিন রোববার (১২ জুন) ৩৪ জঙ্গিসহ ৩ হাজার ২৪৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুন) দুপুরে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান এ তথ্য জানান।

তিনি জানান, তৃতীয় দিন রোববার গ্রেপ্তারদের মধ্যে পরোয়ানাভুক্ত ২ হাজার ৫৭৮, অস্ত্র মামলায় ১৯, মাদক মামলায় ১৬০ এবং অনান্য মামলায় ৪৫৪ জন রয়েছে।

৩৪ জঙ্গির মধ্যে ২৫ জন জেএমবি, ৩ জন হিজবুত তাহরীর, ৩ জন আনসার আল ইসলাম এবং ৩ জন আল্লার দল জঙ্গি সংগঠনের সদস্য।

ঢাকা রেঞ্জের টাঙ্গাইল জেলায় ১ জন জেএমবি, ময়মনসিংহ রেঞ্জের শেরপুর জেলায় ১ জন জেএমবি, ১ জন আল্লাহর দল, জামালপুর জেলায় ৩ জন জেএমবি, ময়মনসিংহ জেলায় ১ জন জেএমবি, রাজশাহী রেঞ্জের রাজশাহী জেলায় ১ জন জেএমবি, নওগাঁ জেলায় ১ জন জেএমবি, পাবনা জেলায় ১ জন জেএমবি, বগুড়া জেলায় ৩ জন জেএমবি, খুলনা রেঞ্জের নড়াইল জেলায় ১ জন জেএমবি, সাতক্ষীরা জেলায় ১ জন জেএমবি, বাগেরহাট জেলায় ১ জন জেএমবি, ঝিনাইদহ জেলায় ২ জন আল্লাহর দল, যশোর জেলায় ২ জন জেএমবি, মেহেরপুর জেলায় ১ জন জেএমবি, রংপুর রেঞ্জের রংপুর জেলায় ১ জন জেএমবি, গাইবান্ধা জেলায় ১ জন জেএমবি, নীলফামারী জেলায় ১ জন জেএমবি, দিনাজপুর জেলায় ১ জন জেএমবি, ঠাকুগাঁও জেলায় ১ জন জেএমবি, চট্টগ্রাম রেঞ্জের নোয়াখালী জেলায় ১ জন হিজবুত তাহরীর, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১ জন জেএমবি, সিলেট রেঞ্জের সিলেট জেলায় ১ জন হিজবুত তাহরীর, বরিশাল রেঞ্জের পিরোজপুর জেলায় ১ জন জেএমবি এবং ডিএমপি, ঢাকায় ১ জন হিজবুত তাহরীর, ৩ জন আনসার আল ইসলাম সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র, ৭টি ম্যাগজিন, ৮টি চাপাতি, ৩৩ রাউন্ড গুলি, ২টি পেট্রোল বোমা, ৩১টি ককটেল এবং ২৮টি উগ্রপন্থি বইসহ অন্যান্য ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। ১৩টি আগ্নেয়াস্ত্রের মধ্যে ১টি রিভলবার, ৬টি পিস্তল, ১টি বিদেশি বন্দুক ও ৫টি এলজি রয়েছে। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় ৫৮৬টি মোটরসাইকেল আটক করা হয়েছে।

এর আগে প্রথম ও দ্বিতীয় দিনের অভিযানে সর্বমোট ৮৫ জন জঙ্গিসহ ৫ হাজার ৬৭১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।