English Version
আপডেট : ১৩ জুন, ২০১৬ ১৩:৪৪

অভিযানের তৃতীয় দিনে ৩৪ জঙ্গি আটক

অনলাইন ডেস্ক
অভিযানের তৃতীয় দিনে ৩৪ জঙ্গি আটক

পুলিশের সাঁড়াশি অভিযানের তৃতীয় দিনে ৩৪ জঙ্গি সদস্যসহ মোট ৩ হাজার ২৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ সদর দফতর। ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামিও রয়েছেন গ্রেফতারকৃতদের মধ্যে।

সোমবার (১৩ জুন) দুপুরে পুলিশের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আকতারের স্ত্রীকে হত্যার পর শুক্রবার থেকে দেশব্যাপী এ অভিযান শুরু করেছে পুলিশ। আলোচিত এই হত্যাকাণ্ডে জঙ্গিদের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

এর আগে সাঁড়াশি অভিযানের প্রথম দিনে শুক্রবার রাত থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ৩৭ জঙ্গিসহ মোট ৩ হাজার ১৫৫ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১ হাজার ৮৬১ জন, নিয়মিত মামলায় ৯১৭ জন, অবৈধ অস্ত্র উদ্ধার মামলায় ১৯ জন এবং মাদক উদ্ধার মামলায় ৩৫৮ জন আসামি।   দ্বিতীয় দিনের অভিযানে ৪৮ জঙ্গিকে গ্রেফতারের কথা জানায় পুলিশ সদর দফতর। এছাড়া ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৪৯৬ জন ও নিয়মিত মামলার এজাহারভুক্ত ৫৮৮ জন আসামিকে গ্রেফতার করা হয়।