English Version
আপডেট : ১৩ জুন, ২০১৬ ১৩:২৯

বোন অচেনা বাংলাদেশের গল্প শুনালো

তসলিমা নাসরিন
বোন অচেনা বাংলাদেশের গল্প শুনালো

সত্তর দশকের শেষ দিকে আমি প্যান্ট সার্ট পরেছি। ঘরে নয় শুধু। বাইরে। হ্যাঁ বাংলাদেশে। সালোয়ার কামিজ পরলে ওড়না পরতাম না। বেশির ভাগ সময় প্যান্ট পরতাম, ওপরে কামিজ। ব্যস। আশির দশকে জিনস পরতাম, তার ওপর টি শার্ট, শার্ট। ওড়নার প্রশ্ন উঠতো না।

এভাবেই রাস্তাঘাটে, বাজারে অফিসে চলতাম। বন্ধুর বাড়ি টাড়ি সিনেমা থিয়েটারে এভাবেই। কখনও কোনও ঝামেলা হয়নি পোশাক নিয়ে।

আমি আজ শুনে অবাক হয়ে গেলাম, আমার বোন যখন বললো ওর মেয়ে দেশে বেড়াতে গেছে, যে মেয়ে আমেরিকায় বড় হয়েছে। পরে অভ্যস্ত প্যান্ট, সার্ট, টিসার্ট, স্কার্ট, মিনিস্কার্ট, শর্টস, সে সুটকেস ভরে শুধু নিয়ে গেছে শাড়ি আর সালোয়ার কামিজ ওড়না, অন্য কোনও পোশাক নয়। বোনই দিয়েছে। আমি তো ভীষণই অবাক।

বোন বললো, দেশে এখন আর প্যান্ট সার্ট পরে মেয়েদের বাইরে বেরোনো নিরাপদ নয়। কী হয় বেরোলে? জিজ্ঞেস করলাম। বললো, মারে। বলা যায় না, মেরেও ফেলতে পারে।

না, এই বাংলাদেশকে আমি চিনতে পারি না। আমার বোন একটি অচেনা বাংলাদেশের গল্প বললো আমাকে।

[লেখক: কলামিস্ট।] খবর- সংবাদ২৪.কম