English Version
আপডেট : ১৩ জুন, ২০১৬ ১১:২৬

ট্রাকের ধাক্কায় প্রান হারালো ৪ নারী

অনলাইন ডেস্ক
ট্রাকের ধাক্কায় প্রান হারালো ৪ নারী

কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় নছিমনে থাকা ৪ নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৫ জন।

সোমবার (১৩ জুন) সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত একজনের নাম সুখী খাতুন (৩৫)। বাড়ি সদর উপজেলার মধুপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মতে, সকাল পৌনে ৬ টার দিকে নছিমনে করে কয়েকজন শ্রমিক শহরের চেচুয়া এলাকায় বেসরকারি একটি কারখানায় কাজে যাচ্ছিলেন। ভাদালিয়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক নছিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ২ নারী শ্রমিক নিহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত যাত্রীদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ভোরে বিকট শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। দ্রুত বাইরে বের হয়ে দেখেন, সড়কের ওপর আহত নারী-পুরুষ পড়ে আছেন। এর মধ্যে তিনি ২ নারীকে মৃত অবস্থায় দেখতে পান। অন্যরা কাতরাচ্ছিলেন।হাসপাতালে স্বজনদের আহাজারি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়। সকাল সাড়ে ৭ টার দিকে সুখী খাতুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাড়ে ৮ টার দিকে আহত আরেক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর নাম জানা যায়নি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বলেন, ২ নারী শ্রমিকের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান বলেন, ট্রাক ও নছিমন আটক করা হয়েছে। চালকদের পাওয়া যায়নি।