English Version
আপডেট : ১২ জুন, ২০১৬ ১৬:০৭

ইনু হত্যার হুমকি

অনলাইন ডেস্ক
ইনু হত্যার হুমকি
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু হত্যার হুমকি পেয়েছেন।
দলের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কার্যালয়ে রোববার (১২ জুন) সকালে কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হয় বলে তার তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, “সকালে জাসদের কার্যালয়ের সিঁড়িতে কে বা কারা একটি প্যাকেট রেখে যায়। সেটা খুলে দেখা যায়, এর মধ্যে একটি সাদা কাফনের কাপড়। তার ওপর লাল কালিতে লেখা ‘কোরআনের আ​ইন বিরোধিতাকারী ইনুর মৃত্যুদণ্ড’।
“পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে হুমকি সংক্রান্ত সাদা কাপড় ও চিঠিসহ আলামত সংগ্রহ করেছেন।” খবর- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম