English Version
আপডেট : ১২ জুন, ২০১৬ ১৪:১২
মৃত্যুর আগে

তনুর সঙ্গে কারো শারীরিক সম্পর্ক হয়েছিল

অনলাইন ডেস্ক
তনুর সঙ্গে কারো শারীরিক সম্পর্ক  হয়েছিল

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

তনুর দ্বিতীয় ময়নাতদন্তের জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. কে পি সাহা রোববার (১২ জুন) জানান, মরদেহ বিকৃত হওয়ায় ময়নাতদন্তে তনুর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে 'মৃত্যুর আগে তনুর সঙ্গে কারো শারীরিক সম্পর্ক  হয়েছিল। তবে এটাকে ধর্ষণ বলা যায় না। তিনি মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় অধিকতর তদন্তের কথা বলেন। এর আগে রোববার সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কুমিল্লায় শাখায় তনুর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের পক্ষ থেকে জমা দেওয়া হয়। ২০ মার্চ তনুর লাশ কুমিল্লা সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরের কালভার্টের পাশে ঝোপ থেকে উদ্ধার করা হয়। ২১ মার্চ তনুর লাশের প্রথম ময়নাতদন্ত হয়। পরে ২৮ মার্চ তনুর লাশ কবর থেকে উত্তোলন করে দ্বিতীয় ময়নাতদন্ত করার জন্য আদালত নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ৩০ মার্চ তনুর লাশ মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামের বাড়ির কবরস্থান থেকে উত্তোলন করা হয়।