English Version
আপডেট : ১১ জুন, ২০১৬ ১৫:১৩

রিভিউ জন্য মীর কাসেম আলীর নির্দেশ

অনলাইন ডেস্ক
রিভিউ জন্য মীর কাসেম আলীর নির্দেশ

মীর কাসেম আলী তার দণ্ডের বিরুদ্ধে রিভিউ পিটিশন জমা দেওয়ার জন্য তার আইনজীবীকে নির্দেশ দিয়েছেন।

শনিবার (১১ জুন)গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি কাসেম আলীর সঙ্গে সাক্ষাত করতে গেলে তার আইনজীবীদের এ নির্দেশনা দেন।

তার ছেলে এবং আরও ৪ আইনজীবী মীর কাসেম আলীর সঙ্গে সাক্ষাত করেন। তারা হলেন-ছেলে মীর আহমেদ বিন কাসেম ও আইনজীবী মতিউর রহমান আকন্দ, বজলুর রহমান, নজিবুর রহমান ও নুরুল্লাহ। বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ১২টা ২৫ মিনিট পর্যন্ত তারা কারাগারের একটি কক্ষে তারা কথা বলেছেন।

সাক্ষাতশেষে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ সাংবাদিকদের বলেন, তিনি (মীর কাসেম আলী) রিভিউ পিটিশন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ সময় তিনি আরও বলেন, যে ঘটনায় তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে ঐ সময় তিনি ঐ এলাকায় ছিলেন না। তিনি যেহেতু ঘটনাস্থলেই ছিলেন না, যে ঘটনাস্থলে তিনি ছিলেন না সেহেতু অভিযোগ মিথ্যা।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার নাসির আহমেদ বিষয়টি করে বলেন, মীর কাসেম আলী কারাগারের ফাঁসির ৪০ নম্বর সেলে বন্দি রয়েছেন। এর আগে গ্রেফতারের পর ২০১২ সাল থেকে তিনি এ কারাগারে রয়েছেন।