English Version
আপডেট : ১১ জুন, ২০১৬ ১৩:২৮

ওমরাহ হজ পালনে অনুমোদন পেল ৬২ লাখ মুসলিম

অনলাইন ডেস্ক
ওমরাহ হজ পালনে অনুমোদন পেল ৬২ লাখ মুসলিম

ওমরাহ হজ পালনে আগ্রহীদের জন্য এখন পর্যন্ত ৬২ লাখ ৮০ হাজার ভিসার অনুমোদন দিয়েছে সৌদি সরকার। এদের মধ্যে চলতি রমজান মাসেই ৯ লাখের মানুষ ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদিতে যাবেন।

শনিবার আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি মৌসুমের শুরু থেকে এখন গত ৯ জুন পর্যন্ত বিভিন্ন দেশের ৫৪ লাখ ৭০ হাজার মানুষ ওমরাহ হজ পালনের জন্য সৌদিতে গেছেন। এই মাসেই ওমরাহ হজ পালনকারীর সংখ্যা ৬০ লাখ ছাড়িয়ে যেতে পারে।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ওমরাহ পালনকারী এবং অনুমোদন পাওয়া ব্যক্তির সংখ্যার দিক থেকে অনেক এগিয়ে রয়েছে মিশর। এই দেশটির ১২ লাখ ৯৬ হাজার মানুষ এবার ওমরাহ হজ পালনের জন্য ভিসার অনুমোদন পেয়েছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে পাকিস্তানের ৯ লাখ ৬৮ হাজার ৫৫০ জনের জন্য ভিসার অনুমোদন দিয়েছে সৌদি সরকার।

৪ লাখ ৭০ হাজার ৯৪৪ জনের ভিসার অনুমোদন পাওয়া তুরস্ক এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আর চতুর্থ স্থানে থাকা জর্ডানের মানুষদের জন্য ৪ লাখ ২৬ হাকার ৩২৬টি ওমরাহ হজ ভিসার অনুমোদন দিয়েছে সৌদি।

ওমরাহ কোম্পানির নির্বাহী পরিচালক খালিদ আল-শামসান বলেন, কয়েকটি দেশে অর্থনৈতিক মন্দার করাণে এরারের ওমরাহ ভিসার জন্য আবেদন এবং ভিসা অনুমোদনের পরিমাণ কিছুটা কমেছে। আগে ওমরাহ হজ পালনের পর যারা নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি আরব ছেড়ে গেছে, এবার ভিসা অনুমোদনের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।