English Version
আপডেট : ১০ জুন, ২০১৬ ১৮:৪৯

মোটরসাইকেলে শিশুদের ওঠানো যাবে না: পরিবহনমন্ত্রী

অনলাইন ডেস্ক
মোটরসাইকেলে শিশুদের ওঠানো যাবে না: পরিবহনমন্ত্রী

তিন জনের ওঠার উপর নিষেধাজ্ঞা আরোপের পর মোটরসাইকেলে শিশুদেরও ওঠানো যাবে না বলে ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার এক সভায় এ কথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, এক মোটরসাইকেলে দুইজনের বেশি উঠবে না এবং অবশ্যই হেলমেট থাকতেই হবে। যে কোনো অবস্থায় এটি বাধ্যতামূলক করতে হবে, এখানে কোনো কমপ্রোমাইজ করা যাবে না। এটি আগে থেকেই নির্দেশনা রয়েছে। আর একটি বিষয় অ্যাড করতে চাই, এছাড়া মোটরসাইকেলে কোনো অবস্থায় শিশুদের সহযাত্রী করা যাবে না।

তিনি বলেন, পৃথিবীর কোনো দেশে মোটরসাইকেলে শিশুরা আরোহী হয় না, এখানে পুরো পরিবার নিয়ে মোটরসাইকেলে উঠে। এটি খুবই বিপদজনক, এক্ষেত্রে শূন্য সহনশীলতা দেখাতে হবে, কারণ বিষয়টা ঝূকিপূর্ণ। সারা বাংলাদেশে বিষয়টা কঠোরভাবে দেখতে হবে।

রাস্তায় ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না জানিয়ে পরিবহনমন্ত্রী বলেন, এসব গাড়ী যাতে রাস্তায় চলাচল করতে না পারে সেজন্য বিআরটিএ কর্মকর্তাদের কঠোরভাবে মোকাবেলা করতে হবে। রাজধানীতে বাসগুলোর দিকে তাকানো যায় না, দেশের উন্নয়নের সাথে এগুলো মিলে না, যানবাহনগুলোর দরিদ্র দরিদ্র চেহারা।

রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ সভায় বিআরটিএ চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।