English Version
আপডেট : ১০ জুন, ২০১৬ ০৩:৫১

প্রধানমন্ত্রীর বিমান অবতরণে বিলম্ব: ২ প্রকৌশলী বরখাস্ত

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর বিমান অবতরণে বিলম্ব: ২ প্রকৌশলী বরখাস্ত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটি অবতরণ করতে বিলম্ব হওয়ায় তাদের বরখাস্ত করা হয়েছে।

বিমানের প্রকৌশল শাখার দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত মঙ্গলবার সৌদি আরব থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি শাহজালাল বিমানবন্দরে আসার পরও অবতরণ করতে পারেনি। রানওয়েতে ধাতব টুকরা পড়ে থাকায় বিমানবন্দর কর্তৃপক্ষ হঠাৎ রানওয়ে বন্ধ করে দেয়। এর ফলে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ঢাকার আকাশে ৩৭ মিনিট উড়তে থাকে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা রানওয়ে পরিষ্কার করার পর বিমানটি অবতরণ করে।

এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষের একজন অপারেটরকে প্রত্যাহার করা হয়। গতকাল বুধবার ঘটনাটি তদন্তে পৃথক তিনটি কমিটি করে বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রকৌশলী রফিকুল ইসলাম ও সোহেল আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।