English Version
আপডেট : ৯ জুন, ২০১৬ ১৬:৪০

মিতু হত্যায় বিদেশি জড়িত

অনলাইন ডেস্ক
মিতু হত্যায় বিদেশি জড়িত

পুলিশ সুপার বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় বিদেশি জড়িত বলে জানিয়েছে পুলিশ। ঢাকায় কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘বিদেশি মদদপুষ্ট হয়েই তাকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এদিকে মিতু হত্যাকাণ্ডের ঘটনায় জব্দ কালো রঙের মাইক্রোবাসটি শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের বলে পুলিশ জানিয়েছে।

সিটি প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘বিদেশি মদদপুষ্ট হয়েই পুলিশ সুপারের স্ত্রী মিতুকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, বাবুল আকতারের স্ত্রী দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার। তবে এ ঘটনায় যেই জড়িত থাকুক না কেন, তাকে খুঁজে বের করা হবে।

চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার জানিয়েছেন, ঘাতকরা মিতুকে হত্যার পর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই একটি কালো রঙের মাইক্রোবাস ঘটনাস্থলে কয়েক সেকেন্ড থেমে মোটরসাইকেলের পিছু পিছু চলে যায়। আমরা নিশ্চিত হয়েছি ঘাতকদের ‘ব্যাকআপ’ এর জন্য ওই মাইক্রোবাসে ভারী অস্ত্র ও গ্রেনেড বহন করা হয়েছিল। কোনরকম বাধা আসলে, তা মোকাবেলা করার জন্য ওই মাইক্রোবাসটি আনা হয়েছিলো।

তিনি জানান, জব্দ করা মাইক্রোবাস আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন বলে পুলিশ নিশ্চিত হয়েছে। এর চালক দাবি করেছেন মাইক্রোবাসটি আবুল খায়ের গ্রুপের। তবে সংশ্লিষ্ট শিল্পগ্রুপের অগোচরে এর চালক জঙ্গী সংশ্লিষ্ট হয়ে মাইক্রোবাসটি হত্যাকান্ডের ব্যাকআপ টিমের জন্য ব্যবহার করেছিলো কি-না তা খতিয়ে দেখছে পুলিশ।