English Version
আপডেট : ৯ জুন, ২০১৬ ১৪:২৩

মোসাদ সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন অাসলাম

অনলাইন ডেস্ক
মোসাদ সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন অাসলাম

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

ডিএমপি মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার (৯ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মনিরুল ইসলাম বলেন, ‘জিজ্ঞাসাবাদে আসলাম চৌধুরী গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। সরকার উৎখাতে মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের কথাও স্বীকার করেছেন তিনি।’ ‘জিজ্ঞাসাবাদে মোসাদের সঙ্গে বৈঠকের বিষয়ে আসলাম চৌধুরী অনেক তথ্যই দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা যাচ্ছে না’ বলেন মনিরুল ইসলাম।

যাদের ব্যাপারে আসলাম চৌধুরী তথ্য দিয়েছেন তাদের গ্রেফতার করা হবে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, অবশ্যই। তবে সেসব তথ্য যাচাই-বাছাই করে সত্যতা নিশ্চিত করা হবে।

১৫ মে সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীকে রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর ২৬ মে গুলশান থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়।