English Version
আপডেট : ৯ জুন, ২০১৬ ১৩:৩২
শ্যামলকে লাঞ্ছনা

প্রতিবেদন জমা ৪ আগস্ট

অনলাইন ডেস্ক
প্রতিবেদন জমা ৪ আগস্ট

নারায়ণগঞ্জের স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় জেলার পুলিশ সুপার (এসপি) ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দেওয়ার জন্য ৪ আগস্ট দিন পুনর্নির্ধারণ করেছেন হাইকোর্ট।

এর আগে হাইকোর্ট ৮ জুনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু বুধবার ৮ জুন সেই প্রতিবেদন না দিয়ে আরও দুই মাস সময় বাড়ানোর আবেদন করেন তারা।

সেই আপিলের প্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (৯ জুন) এ আদেশ দেন। তবে আজ এই বেঞ্চে জেলা প্রশাসনের প্রতিবেদন জমা দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন। তিনি সেখানে কান ধরে ওঠবস করার ঘটনা সত্য বলে উল্লেখ করেন।

আদলতকে তিনি বলেন,  আদালতের নির্দেশের আলোকে জেলা প্রশাসক তার প্রতিবেদন দিয়েছেন। আদালত জেলা প্রশাসনের প্রতিবেদন গ্রহণ করেন। আর পুলিশ প্রশাসনকে ৪ আগস্টের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। তিনি জানান ৭ আগস্ট বিষয়টি আদেশের জন্য তালিকায় রাখা হয়েছে।