English Version
আপডেট : ৮ জুন, ২০১৬ ১৭:৩৫

বাংলাদেশ-সৌদি সম্পর্কের নতুন ভিত্তি তৈরি হয়েছে

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ-সৌদি সম্পর্কের নতুন ভিত্তি তৈরি হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সৌদি আরব সফরে গিয়ে দেশটির সঙ্গে সম্পর্কের নতুন ভিত্তি তৈরি হয়েছে। বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। বাদশাহ’র সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে কথা হয়েছে, যা বেশ তাৎপর্যপূর্ণ বলে জানান প্রধানমন্ত্রী। 

সৌদি বাদশাহ’র আমন্ত্রণে দেশটিতে ৫-দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফিরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেরার পরদিন বুধবার (৮ মে) দুপুরে সৌদি আরব, জাপান ও বুলগেরিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলন ডাকেন তিনি।   

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দুপুর দেড়টায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সৌদি আরবের আগে মে মাসে বুলগেরিয়া সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৮ থেকে ২২ মে গ্লোবাল উইমেন লিডারস ফোরামে অংশ নিতে বুলগেরিয়া যান তিনি। পথে লন্ডনে অবস্থান করেন তিনি। সেখান থেকে ফিরে বিশেষ আমন্ত্রণে জাপানে অনুষ্ঠিত জি-৭ আউটরিচ সম্মেলনে যোগ দিতে  যান প্রধানমন্ত্রী। গত ২৬ থেকে ২৯ মে টোকিও অদুরে অনুষ্ঠিত সম্মেলনে অংশ নেয়া বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন তিনি।  

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলায় পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ পুরোহিত, যাজক, বিদেশি নাগরিক হত্যা নিয়ে গণমাধ্যম কর্মিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী।

এসময়ে তিনি বলেন, জঙ্গি নির্মুলে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট। এক্ষেত্রে কোনো ছাড়া নয়, খুনিদের খুঁজে বের করে আইনের মুখোমুখি করা হবে। সরকারের এ কাজে সহযোগিতা চাইলেন সংবাদ মাধ্যমেরও।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ রুখতে পরস্পরকে সহযোগিতা দেয়ায় একমত দু’দেশের নেতারা। এছাড়া বৈঠকে পেশাজীবী, দক্ষ, আধাদক্ষ মিলে ৫ লাখেরও বেশি কর্মি নেয়ার কথা আগ্রহের কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। 

প্রধানমন্ত্রী বলেন, এ বছরের নভেম্বর কিংবা ডিসেম্বরে সৌদি আরবের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল বাংলাদেশে আসবে বলে আমাকে অবহিত করা হয়েছে। ব্যবসায়ীরা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন। এ সফরে উমরাহ পালন ও মহানবী (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।