English Version
আপডেট : ৮ জুন, ২০১৬ ১৪:০৭

পরিবারের ক্ষতি হিসাব পাই পাই করে নেব

অনলাইন ডেস্ক
পরিবারের ক্ষতি হিসাব পাই পাই করে নেব

গুপ্তহত্যা করে কেউ পার পাবে না। যারা হত্যা করছে তাদের আমরা রেহাই দেব না। যারা পরিবারের ক্ষতি করছে তাদের হিসাব পাই পাই করে নেব বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুলিশ কর্মকর্তার স্ত্রীকে চট্টগ্রামে গুলি করে হত্যার ঘটনা নিয়ে বুধবার (৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকার পুলিশ সদরদপ্তরে দায়িত্বরত পুলিশ সুপার বাবুল আকতারের গত দুই বছর চট্টগ্রামে দায়িত্ব পালনের সময় জঙ্গি দমনে সাহসিকতার জন্য প্রশংসিত হন। গত রোববার সকালে নগরীর জিইসির মোড়ে তার স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে ছুরি মেরে ও গুলি করে হত্যা করা হয়।

পুলিশ বলছে,  জঙ্গি দমনে বাবুলের ভূমিকার কারণেই তার স্ত্রীকে এভাবে খুন করা হয়ে থাকতে পারে। ওই প্রসঙ্গ টেনে বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সাংসদ ফজিলাতুনে নেসা বাপ্পীর এক সম্পূরক প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, আমার একটি কথা হল, আজকে যারা পরিবারের ওপর হাত দিয়েছে, তারা কি ভুলে ‍যায় যে তাদেরও পরিবার আছে? তাদেরও বাপ-মা, ভাই-বোন আছে, তাদেরও স্ত্রী আছে। একবার একভাবে থেকে যদি আঘাত আসে, তাহলে অন্যদিকেও আঘাত যেতে পারে। এটা কী তারা ভুলে যাচ্ছে?”

যারা সন্ত্রাসী ও গুপ্তহত্যায় জড়াচ্ছে, তাদের এ ধরনের কাজ থেকে বিরত রাখার জন্য পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।