English Version
আপডেট : ৭ জুন, ২০১৬ ১৬:৪১

মিতু হত্যা: তথ্য ও বস্তুগত অগ্রগতি হয়েছে

অনলাইন ডেস্ক
মিতু হত্যা: তথ্য ও বস্তুগত অগ্রগতি হয়েছে

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার ইকবাল বাহার বলেন, পুলিশ কর্মকর্তা বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় দৃশ্যমান অগ্রগতি না হলেও তথ্য ও বস্তুগত অগ্রগতি হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) সিএমপি কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

কমিশনার জানান, ইতোমধ্যে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ ও সেটির মালিককে আটক করা হয়েছে। আগামীকালের মধ্যে তদন্তের আরও অগ্রগতি হতে পারে।

এর আগে রোববার সকালে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় ছেলেকে স্কুলের বাসে তুলে দিতে গিয়ে মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ও গুলিতে খুন হন পুলিশ সুপার বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু। হত্যাকাণ্ডের পর স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কর্মকর্তারা বলে আসছেন, জঙ্গিরাই এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে তারা ধারণা করছেন।