English Version
আপডেট : ৭ জুন, ২০১৬ ১৫:০০

হজ ফ্লাইট শুরু ৪ আগস্ট

অনলাইন ডেস্ক
হজ ফ্লাইট শুরু ৪ আগস্ট
চলতি বছর বাংলাদেশী হাজিদের ফ্লাইট আগামী ৪ আগস্ট শুরু হয়ে চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর সৌদি আরব থেকে ফিরতি ফ্লাইট ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ১৬ অক্টোবর। হজ ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার (৭ জুন) সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকদের এ তথ্য দেন। এ সময় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানও উপস্থিত ছিলেন। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ সেপ্টেম্বর (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। রাশেদ খান মেনন বলেন, এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ১ হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন। এ হজযাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স ৫০ শতাংশ করে পরিবহন করবে।