English Version
আপডেট : ৭ জুন, ২০১৬ ১৩:৫০

এসপির স্ত্রী হত্যাকারীরা রেহাই পাবে না

অনলাইন ডেস্ক
এসপির স্ত্রী হত্যাকারীরা রেহাই পাবে না

সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মদিনায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাতকালে বলেন, এসপি বাবুল আকতারের স্ত্রী মিতুর হত্যাকারীদের রেহাই দেওয়া হবে না।

সোমবার (৬ জুন) বিকালে হিলটন হোটেলে আয়োজিত এই সাক্ষাতপর্বে তিনি এ কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, “ইনশাআল্লাহ, এগুলি ধরা পড়বে। এটা আমি বলতে পারি, যারা অন্যায় করেছে তারা ধরা পড়বে। তাদের রেহাই আমরা দেব না।

জঙ্গিদমনে ভূমিকার জন্য প্রশংসিত পুলিশ সুপার বাবুল আকতারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে রোববার চট্টগ্রামে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। সকালে ছেলেকে স্কুলবাসে উঠিয়ে দিতে বাসার কাছেই হামলার শিকার হন তিনি। এই নির্মম হত্যাকান্ডের ঘটনায় দুঃখপ্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গত কয়েকদিন আগে চট্টগ্রামে অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটল- একজন পুলিশ অফিসারের স্ত্রীকে হত্যা; তার তো কোনো দোষ নাই। বাচ্চাকে স্কুলে দিতে গিয়েছিল, বাচ্চার সামনে তাকে হত্যা করেছে।

সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে সরকার সব সময় দৃঢ় অবস্থানে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই না বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটুক। তবুও বিক্ষিপ্ত ঘটনা ঘটে যাচ্ছে। এটা অত্যন্ত কাপুরুষোচিত কিছু কাজ করে যাচ্ছে।

এসব হত্যাকাণ্ডের জন্য দৃশ্যত বিএনপি-জামায়াতের দিকে অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, এর আগে জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করল। প্রকাশ্য দিবালোকে মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে। গাড়িতে, বাসে, ট্রেনে, লঞ্চে আগুন দিয়ে মানুষকে পুড়িয়েছে। আর এখন হচ্ছে গুপ্তহত্যা। এসব হত্যার বিচার বাংলার মাটিতে হবে। কেউ পার পাবে না।