English Version
আপডেট : ৫ জুন, ২০১৬ ১৮:৩৯

আল্লাহ দুনিয়ার সবকিছুই পুরানো ঢাকাতে আছে

অনলাইন ডেস্ক
আল্লাহ দুনিয়ার সবকিছুই পুরানো ঢাকাতে আছে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আল্লাহ দুনিয়ার সবকিছুই পুরানো ঢাকাতে আছে। পুরান ঢাকার ব্যবসা প্রতিষ্ঠানের যে বিপুল পরিমান লেনদেন হচ্ছে, সেটা যদি আমরা অনলাইনে নিয়ে আসি তাহলে বিলিয়ন ডলারের লেনদেন অনলাইনে নিয়ে আসা সম্ভব।

রবিবার (০৫ জুন) ঢাকা চেম্বার অব কমর্স ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘পাইকারি ও ক্ষুদ্র ব্যাবসায়ীদের ই-কমার্স ব্যবসায় সম্ভাবনা ও সচেতনতা তৈরি’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারটি ডিসিসিআই’র অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সরকার ধোলাইখালের উদ্যোক্তাদের কাজে লাগাতে চেষ্টা করছে উল্লেখ করে পলক বলেন, ধোলাইখালে এমন ধরনের বিজ্ঞানি আছে তাদের ভালোমতো কাজে লাগনো প্রয়োজন। ইতিমধ্যে আমরা প্রধানমন্ত্রীর দফতর থেকে ধোলাইখালে একটি জরিপ করেছি। এই ইনোভেটিভ (সৃজনশীল) উদ্যোক্তাদের আরও কিভাবে কাজে লাগানো যায় তার চেষ্টা চলছে।

প্রতিমন্ত্রী বলেন, পাইকারি বিক্রেতা এবং ব্যবসা প্রতিষ্ঠান যারা আছেন, তাদের যাওয়া-আসার যে অপ্রতুল সুযোগ সুবিধা আছে, তা কমিয়ে নতুন নতুন বিষয়ের সঙ্গে পরিচিত করা আমাদের মূল উদ্দেশ্য। আমাদের প্রথম পদক্ষেপ হবে ই-কমার্স সাইট তৈরি করা। ই-কমার্স হলে ট্রাফিক ব্যবস্থাপনার উপর চাপ কমেব, খরচ কমবে।

ফলে ই-কমার্স ব্যবহার করার খারাপ কোন যুক্তি কেউ দিতে পারবে না।

পলক বলেন, পুরানো ঢাকা পুরাতন শহর। আমরা ইচ্ছা করলেই বা যত বাজেট দিই না কেন এ শহরের যোগাযোগ ব্যবস্থার অব্যবস্থাপনা দুর করতে পারবো না। তবে পুরানো ঢাকার ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ই-কমার্স’র আওতায় আনতে পারলে বিলিয়ন ডলারের লেনদেন অনলাইনে আনা সম্ভাব।

ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন ডিসিসিআই’র সাবেক সবাপতি সাইফুল ইসলাম, বেসিসি’র সভাপতি শামিম আহসান, ডাচ বাংলা ব্যাংকের ডিএমডি আবুল কাশেম মো. শিরিন প্রমুখ। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআিই’র টেলিকম ও আইসিটি স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক সৈয়দ আলমাস কবির।