English Version
আপডেট : ৫ জুন, ২০১৬ ১৭:৩৭

ড. হুমায়ুন হত্যা: তৎকালীন ম্যাজিস্ট্রেট সাক্ষ্য দেন

অনলাইন ডেস্ক
ড. হুমায়ুন হত্যা: তৎকালীন ম্যাজিস্ট্রেট সাক্ষ্য দেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলায় তৎকালীন ম্যাজিস্ট্রেট ও বর্তমানে আইন মন্ত্রণালয়ের সংযুক্তি কর্মকর্তা একেএম এমদাদুল হকের সাক্ষ্যগ্রহণ করেছে আদালত।   রোববার (০৫ জুন) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমীন এ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ২৭ জুন পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন।   সাক্ষী একেএম এমদাদুল হক ঢাকা সিএমএম আদালতে ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত থাকাবস্থায় আসামি আনোয়ার আলম ওরফে ভাগ্নে শহিদের জবানবন্দি গ্রহণ করেন। ওই সম্পর্কে তিনি আজ আদালতে সাক্ষ্য দেন।   সাক্ষ্যগ্রহণকালে জেলহাজত থেকে আদালতে হাজির করা হয় জেএমবির সূরা সদস্য আনোয়ার আলম ওরফে ভাগ্নে শহিদকে। মামলার আসামি জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সূরা সদস্য সালাহউদ্দিন ওরফে সালেহীন, রাকিবুল হাসান ওরফে হাফিজ মাহামুদ ও নুর মোহাম্মদ ওরফে সাবু পলাতক আছেন।