English Version
আপডেট : ৫ জুন, ২০১৬ ১৭:০৫

রমজানে পানির সর্টেজ না হয় সেদিকে খেয়াল রাখুন

নিজস্ব প্রতিবেদক
রমজানে পানির সর্টেজ না হয় সেদিকে খেয়াল রাখুন

ওয়াসাকে ঠিকমতো পানি সরবরাহের নির্দেশ দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, রমজানে যাতে পানির সর্টেজ না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখুন।

সচিবালয়ে রবিবার (৫ জুন) রমজানের পবিত্রতা রক্ষা এবং রোজার নাগরিক সেবা নিশ্চিত করতে সব সিটি করপোরেশনের মেয়রদের নিয়ে এক সভায় এ কথা বলেন মন্ত্রী।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ঢাকায় পৌনে দুই কোটি লোকের ৯০ থেকে ৯৫ ভাগই রোজা রাখেন। প্রতিদিন কোনো না কোনো এলাকায় ওয়াসার পানির স্বল্পতা দেখা দেয়। আগামী মৌসুমে যাতে পানির কোনো সংকট না হয় সেজন্য একটি পূর্ণাঙ্গ প্ল্যান করতে হবে।

ওয়াসার কর্মকর্তাদের উদ্দেশে মোশাররফ হোসেন বলেন, আসন্ন রমজানে যাতে পানির সর্টেজ না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখুন রাখুন। লাইনে পানি না থাকলে, পানি বাড়ি বাড়ি পৌঁছে দিবা, দরজা খুললে মাফ চাবা। এটা করা যাবে তো, নাকি? মন্ত্রী হিসেবে আমি নির্দেশ দিয়েছি।

রোজার সময় গ্রাহকদের সমস্যা জানতে ওয়াসাকে একটি কন্ট্রোল রুম খোলার নির্দেশ দিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, কোথাও পানির সমস্যা হলে যেন আপনাদের সঙ্গে সঙ্গে জানাতে পারেন। কন্ট্রোল রুম থাকলে পানি সংকটের বিষয়ে ২৪ ঘণ্টা খবর পাওয়া যাবে। কন্ট্রোল রুম খুলে টিভিতে বিজ্ঞপ্তি দিয়ে সবাইকে তা জানাতে হবে।

মন্ত্রীর বক্তব্যের সময় ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মাহমুদ হোসেন উপস্থিত ছিলেন। সভায় ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) রমজানে তাদের বিভিন্ন প্রস্তুতি তুলে ধরেন।