English Version
আপডেট : ৪ জুন, ২০১৬ ২০:১৮

সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে

অনলাইন ডেস্ক
সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে

সামগ্রিকভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের শেষ ধাপে ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে শনিবার (৪ মে) সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সিইসি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিছু সহিংসতা ও অনিয়মের ঘটনা ঘটেছে। কিন্তু সামগ্রিকভাবে পরিস্থিতি উন্নতি হয়েছে, নির্বাচন বেশ সুষ্ঠু হয়েছে।

সমাজে অস্থিরতা বাড়ার কারণে নির্বাচনে সহিংসতার ঘটনা ঘটছে উল্লেখ করে তিনি বলেন, সহিংসতা ও অনিয়ম প্রতিরোধে সামাজিক দায়িত্বও আছে। আমরা সব ধাপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। তাই ৬ষ্ঠ ধাপের আগের রাতে সিলমারার ঘটনা একদমই ঘটেনি।

তিনি বলেন, সামাজিক অস্থিরতার কারণে সবকিছুর দাম বেড়েছে কিন্তু একমাত্র মানুষের জীবনের দাম কমেছে। এ পরিস্থিতি থেকে বের হতে হলে সামাজিক পরিবর্তন দরকার। এ কারণে গণমাধ্যমসহ সবাইকে এগিয়ে আসতে হবে বলে মেন করেন তিনি।

শেষ ধাপে ৬৯৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৩৬টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।