English Version
আপডেট : ৪ জুন, ২০১৬ ১৫:৩৪

রোজার মাসে ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা নিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
রোজার মাসে ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা নিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রমজান মাসে বড় বড় শপিংমলগুলোর নিকটস্থ ব্যাংকগুলো রাত পর্যন্ত খোলা রাখা হবে। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে খুব শীঘ্রই ব্যাংকগুলোকে রাত পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেয়া হবে। শনিবার দেড়টার দিকে মতিঝিল বিসিসিআই অডিটোরিয়ামে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়ক ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খান কামাল একথা বলেন। মত বিনিময় সভার আয়োজন করে ঢাকা চেম্বার অফ কমার্স (বিসিসিআই)।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোজার মাসে ব্যবসায়ীদের টাকা ব্যাংকের সঙ্গে লেনদেনের জন্য সার্বক্ষণিক প্রশাসনিক সহায়তা দেওয়া হবে। এছাড়া সব মার্কেটে ২৪ ঘণ্টা নিরাপত্তা দেয়ার ব্যবস্থা নিয়েছি। তিনি বলেন, হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করার পাশাপাশি পরিবহনের চাঁদাবাজি নিয়ন্ত্রণেও কাজ করা হবে। চাঁদাবাজি বন্ধে গোয়েন্দারা মাঠে কাজ করছে। ব্যবসায়ীরা চাঁদাবাজদের তথ্য দেওয়া মাত্র তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।   তিনি আরও বলেন, রমজানে ব্যবসায়ীদের কি ধরনের সমস্যা হচ্ছে সেই বিষয়ে জানতে এখানে এসেছি , আজ ইউপি নির্বাচন শেষ হয়ে যাবে। নির্বাচনকে কেন্দ্র করে নিয়োজিত পুলিশ সহ অন্যান্য আইন-শৃখলা বাহিনীর সদস্যরা ফিরে আসবেন এবং তারা রমজান উপলক্ষে কাজ করবে। চাঁদাবাজি এখনও সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হয়নি। তবে আগের থেকে অনেক কমিয়ে আনা হয়েছে। আমাদের টার্গেট জিরো টলারেন্স।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। ডিসিসিআই সভাপতি হোসেন খালেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়াউর রহমান, ডিসিসিআই সহ-সভাপতি হুমায়ুন রশিদ সহ আরও প্রমুখ।