English Version
আপডেট : ৪ জুন, ২০১৬ ১৩:৫৬

কিংবদন্তি মোহাম্মদ আলী আর নেই

অনলাইন ডেস্ক
কিংবদন্তি মোহাম্মদ আলী আর নেই

কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী মারা গেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের ফোনিক্স শহরের একটি হাসপাতালে শনিবার সকালে মারা যান তিনি। তিনি দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্ট, পারকিনসন্সসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। খবর বিবিসির।

আলীর পরিবার জানায়, তাকে তার বাসস্থান লুইসভিলেতে দাফন করা হবে।

১৯৬০ সালে রোমে অলিম্পিকে স্বর্ণ পদক জয়ের পর থেকেই মূলত মোহাম্মদ আলীর উত্থান শুরু। ১৯৬৪ সালে সনি লিস্টনকে হারিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তখন তার নাম ছিল ক্যাসিয়াস ক্লে। পরে তিনি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলমান হন এবং মোহাম্মদ আলী নাম ধারণ করেন।

মুষ্টিযুদ্ধে খুব কমই হেরেছেন মোহাম্মদ আলী। ৬১টি খেলার মধ্যে ৫৬ বারই জিতেছেন তিনি। ১৯৮১ সালে অবসর গ্রহণ করেন মোহাম্মদ আলী। ১৯৭৮ সালে আমেরিকার এ মুষ্টিযোদ্ধা বাংলাদেশ সফরেও এসেছিলেন।