English Version
আপডেট : ২ জুন, ২০১৬ ২০:৩৫

এডিপির জন্য বরাদ্দ এক লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা

অনলাইন ডেস্ক
এডিপির জন্য বরাদ্দ  এক লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা
প্রবৃদ্ধি, উন্নয়ন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আগামী ২০১৬-১৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) এক লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
 
বৃহস্পতিবার (২ জুন) অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জাতীয় সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
 
এডিপির মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে বরাদ্দ দেওয়া হবে ৭০ হাজার ৭০০ কোটি টাকা এবং বাকি ৪০ হাজার কোটি টাকা বৈদেশিক সহায়তা থেকে পাওয়া যাবে।
 
আগামী এডিপিতে মোট ১ হাজার ১৪১টি প্রকল্প রয়েছে। এর বাইরে ১ হাজার ৬৮টি প্রকল্প অননুমোদিত ও বরাদ্দহীনভাবে এডিপিতে অন্তর্ভুক্ত রয়েছে। আগামী অর্থবছর-জুড়ে এ তালিকা থেকে প্রকল্প পাস করা হবে।
 
এ জন্য এডিপিতে ৫ হাজার ৫৪৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া আগামী অর্থবছরে ৩৫৪টি প্রকল্প শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।