English Version
আপডেট : ৩১ মে, ২০১৬ ১৯:৫১

দুদকের ভেতরেই দুর্নীতি

অনলাইন ডেস্ক
দুদকের ভেতরেই দুর্নীতি

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি দমন কমিশনের ভেতরে দুর্নীতি ঢুকে পড়েছে। মঙ্গলবার (৩১ মে) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে রাজশাহী দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে প্রধান অতিথির ভাষণে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

চেয়ারম্যান বলেন, হাজার হাজার মামলা ডিপ ফ্রিজে পড়ে আছে। মামলাগুলোর তদন্ত ৩০ দিনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও একটি মামলার তদন্তও নির্দিষ্ট সময়ে শেষ হয়নি। কেন এসব নথি পড়ে রয়েছে তার ৮৭৩টি ব্যাখ্যা দিতে দুদকের কর্মকর্তাদের বলা হয়েছে।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমন কমিশনের ভেতরে দুর্নীতি ঢুকে পড়েছে। একটি সংস্থার যদি এই অবস্থা চলে, তাহলে কীভাবে এই সংস্থা কাজ করবে? সংস্থার ওপরে কীভাবে মানুষ বিশ্বাস রাখবে? মানুষের আস্থা অর্জন করতে হবে। বিশ্বাস অর্জন করতে হবে। বিশ্বাস সমাজের চালিকা শক্তি। দুদকের প্রতি মানুষের আস্থা ফেরাতে হবে। তাই আমরা ব্যবস্থা নেওয়া শুরু করেছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন। দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নান, দুদক মহাপরিচালক (প্রতিরোধ ও গবেষণা) ড. মো. শামসুল আরেফিন ও পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন।

অনুষ্ঠান শেষে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। এরপর দুর্নীতিবিরোধী একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।