English Version
আপডেট : ৩১ মে, ২০১৬ ১৬:৩৫

মুস্তাফিজকে নিয়ে গর্বিত প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
মুস্তাফিজকে নিয়ে গর্বিত প্রধানমন্ত্রী

মুস্তাফিজকে নিয়ে গর্বিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তার শুভ কামনাও করেছেন তিনি। রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় মঙ্গলবার (৩১ মে) এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে নিয়ে ভয়ে থাকেন প্রধানমন্ত্রী। কারণ বেশি বেশি ক্রিকেট খেললে তার ইনজুরি হতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, ‘মুস্তাফিজকে তার দুর্বল দিকগুলো খেয়াল রাখতে হবে। ক্রিকেটে মুস্তাফিজের অবদান অনেক।’ তিনি বলেন, ‘মাশরাফিকে নিয়ে আমাদের ভয় ছিল। মাশরাফির অনেক বার ইনজুরি হয়েছিল। এ জন্য মাশরাফি দীর্ঘায়িত হননি।’

খেলায় আরও সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মুস্তাফিজ যদি ওভার এক্সপোজড হয়ে যান তবে তার সিক্রেসি সবাই জেনে যাবে। আর এটা হলে তার কাছ থেকে যে সার্ভিস পাচ্ছি তা হয়তো পাব না।’ এ জন্য মুস্তাফিজকে সাবধানে খেলার পরামর্শ দিয়েছেন তিনি।

একনেক সভায় ফাস্ট বোলার মুস্তাফিজকে নিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়। ভিডিও দেখার পর প্র্রধানমন্ত্রী এ সব মন্তব্য করেন বলে সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান।