English Version
আপডেট : ৩০ মে, ২০১৬ ১৯:৪৬

দ্রুত শপিংমলে সিসিটিভি স্থাপনের নির্দেশ

অনলাইন ডেস্ক
দ্রুত শপিংমলে সিসিটিভি স্থাপনের নির্দেশ
রমজানে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত মার্কেট ও শপিংমলগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য মালিকপক্ষকে নির্দেশ দেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া । পাশাপাশি রমজান ও ঈদ উপলক্ষে রাজধানীর ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করার ঘোষণাও দেন তিনি।  
সোমবার সকালে রমজান ও ঈদ উপলক্ষে রাজধানীর আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত এক বৈঠকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এসব নির্দেশ দেন। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ে এ সভা হয়। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে এতে ডিএমপির বিভিন্ন জোনের পুলিশ কর্মকর্তারা অংশ নেন। 
 
ডিএমপি কমিশনার বলেন, রাজধানীজুড়ে রমজানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসন্ন ঈদকেন্দ্রিক ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধেও জিরো টলারেন্স নিয়ে মাঠে থাকবে পুলিশ। ঈদ সামনে রেখে নগরবাসী যাতে গভীর রাত পর্যন্ত নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন, সেজন্য মার্কেট ও শপিংমলে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হবে। এছাড়া স্পেশাল পুলিশি পেট্রোল ব্যবস্থা থাকবে।
যানবাহন ও ট্রাফিক ব্যবস্থা সস্পর্কে কমিশনার বলেন, বাস, লঞ্চ ও রেলওয়ে টার্মিনালে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি কমিউনিটি ট্রাফিক পুলিশি ব্যবস্থা জোরদার করা হবে। টিকেট কালোবাজারি প্রতিরোধে বিভিন্ন টার্মিনালের পুলিশ ফাঁড়িগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে। কমিশনার আরও বলেন, ঈদে যেকোন দুর্ঘটনা এড়াতে টার্মিনাল থেকে বাস ছাড়ার আগে চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা হবে। সদরঘাট লঞ্চ টার্মিনালে নৌ-পুলিশ ও ডিএমপির পক্ষ থেকে যৌথ নৌ-টহল ব্যবস্থার পাশাপাশি একটি পুলিশ কন্ট্রোলরুম থাকবে। অতিরিক্ত যাত্রী বহন প্রতিরোধ ও এবং ত্রুটিপূর্ণ যানবাহন যেন চলাচল করতে না পারে সেক্ষেত্রেও ডিএমপির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।