English Version
আপডেট : ৩০ মে, ২০১৬ ১৯:৩৩

জামায়াত নেতাসহ ছয় রাজাকারের বিচার শুরু

অনলাইন ডেস্ক
জামায়াত নেতাসহ ছয় রাজাকারের বিচার শুরু

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জের জামায়াত নেতা আবু সালেহ মুহাম্মদ আবদুল আজিজ মিয়াসহ ছয় রাজাকারের অনুপস্থিতিতে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল সোমবার (৩০ মে) এ নির্দেশ দেন।

পলাতক ছয় রাজাকারকে হাজির হতে ট্রাইব্যুনালের নির্দেশে সম্প্রতি দুটি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। এরপরও তারা হাজির না হওয়ায় সোমবার ট্রাইব্যুনাল শুনানি শেষে এ সিদ্ধান্ত দেন। একই সঙ্গে পলাতকদের পক্ষে মামলা পরিচালনার জন্য গাজী এমএইচ তামিমকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি আগামী ১৬ জুন অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য দিন ধার্য করেন।  

জামায়াত নেতা আবদুল আজিজ ছাড়া পলাতক অপর ৫ আসামি হলেন- মো. রুহুল আমিন, আবদুল লতিফ, আবু মুসলিম মোহাম্মদ আলী, নাজমুল হুদা ও আবদুর রহিম মিঞা।

তদন্ত সংস্থার প্রতিবেদনে, ছয় আসামির বিরুদ্ধে একাত্তরে ওই এলাকায় হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুটপাটসহ একাধিক মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ রয়েছে। পলাতক এই ছয় আসামির বিরুদ্ধে গত বছরের ২৬ নভেম্বর ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।