English Version
আপডেট : ৩০ মে, ২০১৬ ১৫:০৪

জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।  
সোমবার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে খালেদা জিয়া রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের পর তার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে মোনাজাত করেন বিএনপি চেয়ারপারসনসহ দলের নেতাকর্মীরা। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী রাজধানীর বিভিন্ন স্থানে গরিব-দুস্থদের মধ্যে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।