English Version
আপডেট : ২৯ মে, ২০১৬ ২০:৪০
শিক্ষককে কান ধরে উঠবস

প্রশাসনের প্রতিবেদনে হাইকোর্ট অসন্তোষ, শুনানি ৯ জুন

অনলাইন ডেস্ক
প্রশাসনের প্রতিবেদনে হাইকোর্ট অসন্তোষ, শুনানি ৯ জুন

নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠবস করার ঘটনায় প্রশাসনের দাখিল করা তদন্ত প্রতিবেদনে অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। প্রশাসনের দাখিল করা তিনটি প্রতিবেদনকে দায়সারা গেছে উল্লেখ করে আগামী ৮ জুন এ বিষয়ে ফের পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৯ জুন এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য রাখা হয়েছে।

রোববার (২৯ মে) এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে উপস্থাপনের পর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু এবং আবেদনের পক্ষে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান ও অ্যাডভোকেট মহসিন রশীদ শুনানি করেন।

পরে আদালত থেকে বেরিয়ে এমকে রহমান সাংবাদিকদের বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে আদালত অসন্তোষ প্রকাশ করেছেন। কেননা আদালত যে বিষয়টি রুলে জানতে চেয়েছিল প্রশাসনের পক্ষ থেকে তা উপস্থাপন করা হয়নি। বরং দায়সারা একটি প্রতিবেদন দাখিল করেছেন তারা।’

অপরদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বলেন, ‘প্রশাসনের দেওয়া প্রতিবেদনে আদালত সন্তুষ্ট হতে পারেননি। তাই ৮ জুনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে বলা হয়েছে।’