English Version
আপডেট : ২৯ মে, ২০১৬ ১৯:৪৩

ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের আমন্ত্রণে চারদিনের সরকারি সফর শেষে দেশের উদ্দেশ্যে জাপান ত্যাগ করেছেন। সফরকালে শেখ হাসিনা নাগোয়ায় সাতটি উন্নত দেশের গ্রুপ জি-৭’র আউটরিচ বৈঠকে অংশ নেন। বাংলাদেশ বিমান এয়ার লাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে রোববার সন্ধ্যা ৭টায় (জাপান সময়) হানিদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করে। খবর বাসসের জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এবং জাপানের চিফ অব প্রটোকল কাওরু শিমাজাকি বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট রোববার রাত ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল বিমান বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।