English Version
আপডেট : ২৮ মে, ২০১৬ ১৮:১৫

নির্বাচনী সহিংসতায় নিহত ৭, আহত শতাধিক

অনলাইন ডেস্ক
নির্বাচনী সহিংসতায় নিহত ৭, আহত শতাধিক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে দেশের ৭২০ ইউপিতে শনিবার (২৮ মে) ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এখন ভোট গণনা চলছে।

এ সময় ভোটকেন্দ্র দখল, জালভোট প্রদান, ব্যালট পেপার ছিনতাই, সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে।

এতে জামালপুর, চট্টগ্রাম, নোয়াখালী ও কুমিল্লা জেলায় ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজন চেয়ারম্যান প্রার্থী ও একজন সদস্য প্রার্থী রয়েছেন। এ ছাড়া এসময় বিভিন্ন জেলায় সংঘর্ষে অন্তত শতাধিক আহত হয়েছেন।