English Version
আপডেট : ২৪ মে, ২০১৬ ২১:৫৭

নিরাপত্তা জোরদারে বিশেষ পরিকল্পনা নিয়েছে সুইফট

অনলাইন ডেস্ক
নিরাপত্তা জোরদারে বিশেষ পরিকল্পনা নিয়েছে সুইফট

সাইবার আক্রমণ থেকে রক্ষা পেতে বিশেষ নিরাপত্তা নিয়ে ভাবছে  বিশ্বব্যাপী আন্তঃব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন সোসাইটি (সুইফট)। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। তাই আগামী সপ্তাহে পাঁচ দফা নিরাপত্তা পরিকল্পনা ঘোষণা করবে সুইফট।

রয়টার্স অনলাইনের মঙ্গলবার (২৪ মে) এ-সংক্রান্ত খবর প্রকাশ করেছে।

মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ফাইন্যান্সিয়াল সার্ভিসবিষয়ক একটি সম্মেলনে সুইফটের প্রধান নির্বাহী গটফ্রাইড তাদের নিরাপত্তা বাড়ানোর পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকে হ্যাকিংয়ের ঘটনা ব্যাংক শিল্পের জন্য একটি বিভাজনকারী রেখা টানবে। বাংলাদেশ ব্যাংক হ্যাকিংয়ের আগে ও পরে দুটি অবস্থা হবে।

গটফ্রাইড আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রতারণা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি বিরাট ঘটনা। এটি ব্যাংকিং খাতের হৃদয়ে আঘাত করেছে।

সুইফট এখন যেসব বিষয়ের ওপর গুরুত্ব দিচ্ছে, তা হলো―ব্যাংকগুলো তথ্য আদান-প্রদান ব্যবস্থা উন্নত করা, সুইফটকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা এবং প্রতারণামূলক পেমেন্ট শনাক্ত করা।

আন্তর্জাতিক ব্যাংকগুলো সুইফটের বার্তা ব্যবস্থার মাধ্যমের পেমেন্ট নির্দেশনা পাঠিয়ে থাকে। গত ফেব্রুয়ারি মাসে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের সুইফট সিস্টেম হ্যাক করে। সুইফট সিস্টেম হ্যাকিংয়ের মাধ্যমে তারা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন মার্কিন ডলার পেমেন্টের নির্দেশনা পাঠায় ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে। এর মাধ্যমে চোরচক্র ওই পরিমাণ অর্থ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করতে সমর্থ হয়।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হওয়ার পর বিশ্বজুড়ে সুইফটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। ভাবমূর্তি সংকটে পড়ায় সুইফট নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনার ঘোষণা দেয়।