English Version
আপডেট : ২৪ মে, ২০১৬ ১৭:১০

আগামী শুক্রবার নূরজাহান বেগমের কুলখানি

অনলাইন ডেস্ক
আগামী শুক্রবার নূরজাহান বেগমের কুলখানি

উপমহাদেশের নারী সাংবাদিকতার পথিকৃৎ নূরজাহান বেগমের কুলখানি আগামী ২৭ মে শুক্রবার অনুষ্ঠিত হবে।

এদিন বাদ আসর নারিন্দার ৩৮ নম্বর শরৎগুপ্ত রোডের বাড়িতে মরহুমার কুলখানি অনুষ্ঠিত হবে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন নূরজাহান বেগম। এরপর দুপুর আড়াইটায় তার নারিন্দার বাসায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে বিকেল ৪টায় সর্বসাধারণের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। বাদ মাগরিব গুলশানের আজাদ মসজিদে জানাজার পর মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।