English Version
আপডেট : ২২ মে, ২০১৬ ২০:১৩

তনুর প্রথম পোস্টমর্টেম রিপোর্ট ভুল থাকায় মামলা দীর্ঘসূত্রতা: আমু

অনলাইন ডেস্ক
তনুর প্রথম পোস্টমর্টেম রিপোর্ট ভুল থাকায় মামলা দীর্ঘসূত্রতা: আমু

প্রথম পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি ও ভুল ইনফরমেশন থাকার কারণে কুমিল্লায় আলোচিত ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার মামলা নিয়ে দীর্ঘসূত্রতা হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে রোববার (২২ মে) দুপুরে কমিটির সভাপতি আমির হোসেন আমু সাংবাদিকদের এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘প্রথম পোস্টমর্টেমে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়নি। এ রিপোর্ট নিয়ে বিভ্রান্তি এবং ভুল ইনফরমেশন থাকার কারণে এটার (মামলা) দীর্ঘসূত্রতা হয়েছে। কিন্তু, দ্বিতীয় পোস্টমর্টেমে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ডিএনএ টেস্টে তিনজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। এটা নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক, পুলিশের আইজিপি শহিদুল হকসহ বিভিন্ন সংস্থা প্রধানরা উপস্থিত ছিলেন।