English Version
আপডেট : ১৯ মে, ২০১৬ ১৮:০৯

শিক্ষক লাঞ্ছনাসহ সব অন্যায়ের বিচার হবে

অনলাইন ডেস্ক
শিক্ষক লাঞ্ছনাসহ সব অন্যায়ের বিচার হবে

শিক্ষক শ্যামল কান্তি ভদ্রকে লাঞ্ছনাসহ দেশব্যাপী যত অন্যায় হয়েছে, তার সবকটির বিচার হবে বলে আশ্বাস দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে ব্রাহ্মবাড়িয়ার আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেডেটে চেকপোস্ট (আইসিপি) এলাকায় নবনির্মিত ‘বেলাজিও ডিউটি ফ্রী শপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, বিচারের একটি প্রক্রিয়া রয়েছে, রাতারাতি বিচার করা সম্ভব নয়। আগে কোনো ঘটনায় মামলা হতে হবে, তারপর তদন্ত সাপেক্ষে বিচার হবে।

বিএনপির সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, ‘বিএনপির জন্মই হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে। বঙ্গবন্ধুকে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখল, পাক হানাদারদের সহচরদের সরকারে প্রতিষ্ঠা, করেছে তারা। ১৯ বার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হত্যাচেষ্টা করেছে তারা। তবে সকল চেষ্টা যখন ব্যর্থ তখন তারা মোসাদের সাথে হাত মিলিয়েছে।’