English Version
আপডেট : ১৯ মে, ২০১৬ ১৭:০৮

এমএনপি সেবা চালু সেপ্টেম্বরে

অনলাইন ডেস্ক
এমএনপি সেবা চালু সেপ্টেম্বরে

চলতি বছরের সেপ্টেম্বরে মোবাইল নাম্বার পোর্টাবিলিটি (এমএনপি) সেবাটি চালু হবে বলে ফেসবুকে স্ট্যাটাসে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। স্ট্যাটাসে তারানা হালিম লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী এমএনপি’র গাইডলাইনে নীতিগত অনুমোদন দিয়েছেন। সুতরাং আপনাদের আকাঙ্ক্ষিত এমএনপি সার্ভিস চালু হতে যাচ্ছে চলতি বছরের মধ্যেই। এই সেবা চালু হলে বাংলাদেশের যেকোনো মোবাইল গ্রাহক তার নাম্বারটি ঠিক রেখেই অন্য যেকোনো অপারেটরের নেটওয়ার্কে সুইচ করতে পারবেন।

অর্থাৎ আপনি যদি এখন ০১৭ কোডের গ্রামীণফোনের গ্রাহক হয়ে থাকেন তবে ওই একই ০১৭ রেখেই আপনি অপারেটর পরিবর্তন করে অন্য যেকোনো অপারেটরের নেটওয়ার্ক পছন্দানুযায়ী পরিবর্তন করতে পারবেন। তিনি লিখেছেন, আমি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব নেয়ার পর থেকেই ২০১৬ সালের মার্চ-এপ্রিলের মধ্যেই এমএনপি’র নিলাম প্রক্রিয়া শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছিলাম। কিন্তু গাইডলাইনে বেশ কিছু পরিবর্তন হওয়ায় এবং অর্থ মন্ত্রণালয়েরও অনুমোদন নেয়ার প্রয়োজন হওয়ায় একটি মাস দেরি হয়ে গেলো। আশার কথা হলো চলতি বছরের মধ্যেই চালু হতে যাচ্ছে এমএনপি সার্ভিস।

প্রতিমন্ত্রী লিখেছেন, আমি প্রতিটা কাজের জন্য সর্বদা যে ডেডলাইন ঠিক করেছি, সেই ডেডলাইনের মধ্যেই প্রতিটা কাজ সম্পন্ন করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছি। এরই ধারাবাহিকতায় এমএনপি লাইসেন্সের নিলাম প্রক্রিয়াও দুই তিন মাসের মধ্যে শুরু করার এবং চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই এই সার্ভিস শুরু করা আমার অগ্রাধিকারমূলক কাজগুলোর মধ্যে একটি।