English Version
আপডেট : ১৮ মে, ২০১৬ ২০:৫৬

প্যানেলভুক্ত শিক্ষকরা নিয়োগ পাচ্ছে

অনলাইন ডেস্ক
প্যানেলভুক্ত শিক্ষকরা নিয়োগ পাচ্ছে

আদালতের নির্দেশনা অনুযায়ী অবশেষে সাবেক রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত প্রার্থীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছেন। প্যানেলভুক্ত প্রার্থীদের সহকারী শিক্ষক নিয়োগ দিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (১৮ মে) এ নির্দেশনা পাওয়ার কথা জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের দায়িত্বে থাকা অতিরিক্ত মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল। তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’

প্যানেলভুক্ত প্রার্থীর সংখ্যা সাড়ে ২৮ হাজারের মতো বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে জানা গেছে।