English Version
আপডেট : ১৮ মে, ২০১৬ ২০:২৫

লাঞ্ছিত শিক্ষককে চাকরিতে পুনর্বহালের দাবি

নিজস্ব প্রতিবেদক
লাঞ্ছিত শিক্ষককে চাকরিতে পুনর্বহালের দাবি
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে লাঞ্ছিত ও পরে বরখাস্ত নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।
 
ক্ষমতাসীন জোটের মুখপাত্র ও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সেলিম ওসমান যে কাজ করেছেন, সংসদ সদস্য হিসেবে তার মর্যাদা রক্ষা করতে পারেননি তিনি। বরং অন্য সংসদ সদস্যদের মর্যাদাও ক্ষুণ্ন করেছেন।
 
বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে নাসিম এ কথা বলেন। তিনি আরও বলেন, 'যে ব্যক্তির ওপর অন্যায় করা হলো ও যাকে অপদস্ত করা হলো- একটি অজুহাতকে কেন্দ্র করে তারই আবার চাকরি চলে গেল! এটা আরও অন্যায় করা হয়েছে। তাই নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে চাকরিতে পুনর্বহাল করা উচিত।' নাসিম বলেন, 'কেউ অপরাধ করলে আইন আছে। কিন্তু একজন সংসদ সদস্য (সেলিম ওসমান) প্রকাশ্যে যে কাজটি করেছেন, তা ক্ষমার অযোগ্য অপরাধ। তার এমন ভূমিকা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। ১৪ মনে করে, এর সঙ্গে যেই জড়িত থাক না কেন, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এতে সব সম্প্রদায়ের মানুষের জন্য শান্তিপূর্ণ অবস্থান বজায় থাকবে।' মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম, ড. আবদুর রাজ্জাক, এবি তাজুল ইসলাম, মৃণাল কান্তি দাস, সুজিত রায় নন্দী, এসএম কামাল হোসেন, সাম্যবাদী দলের দিলীপ বড়ূয়া, জাসদের (ইনু) শিরীন আখতার, জাসদের (আম্বিয়া) শরীফ নূরুল আম্বিয়া, মইনউদ্দিন খান বাদল, নাজমুল হক প্রধান, ওয়ার্কার্স পার্টির কামরুল আহসান, গণতন্ত্রী পার্টির শাহাদাৎ হোসেন, ন্যাপের ইসমাইল হোসেন, নজরুল মজিদ বেলাল, গণআজাদী লীগের এসকে শিকদার, ত্বরিকত ফেডারেশনের এমএ আউয়াল, বাসদের রেজাউর রশীদ খান, জাতীয় পার্টি-জেপির এজাজ আহমেদ মুক্তা প্রমুখ।