English Version
আপডেট : ১৭ মে, ২০১৬ ২১:০২

‘বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার’

এমএজামান
‘বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার’

‘বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার’ দাবি করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ভ্যাট নিয়ে ব্যবসায়ীদের ওপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না।

মঙ্গলবার (১৭ মে) সচিবালয়ে ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা’ সভায় তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করব। যেসব সুবিধা ব্যবসায়ীরা পেয়ে থাকেন সেগুলো বাতিল করে নতুন কিছু চাপিয়ে দিতে চাই না। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিশেষ যত্নবান।

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, চাহিদার তুলনায় সকল পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। সুতরাং সরবরাহ সঙ্কট ও মূল্য বৃদ্ধির কোনো সুযোগ নেই। এছাড়া পবিত্র রমজান মাসকে সামনে রেখে টিসিবি ১৭৪টি ট্রাক সেল ও ডিলারের মাধ্যমে চাল, ডাল, চিনি, ভোজ্য তেল, খেঁজুরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় করবে।

‘ব্যবসায়ীরা কথা রাখে’ এমন দাবি করে এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমাদ বলেন, এবারও রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীরা যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করবেন।

সভায় এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুশফেকা ইকফাৎ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মো. আবুল হোসেন মিয়া, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সালেহ, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ সাহাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।