English Version
আপডেট : ১৬ মে, ২০১৬ ১৪:০৬

স্কুলছাত্র হত্যার দায়ে ৭ বিএসএফ বরখাস্ত

অনলাইন ডেস্ক
স্কুলছাত্র হত্যার দায়ে ৭ বিএসএফ  বরখাস্ত
চুয়াডাঙ্গার নতুনপাড়া সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে স্কুলছাত্র শিহাবউদ্দিন সজল নিহত হওয়ার ঘটনায় ওই বাহিনীর ৭ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গা-৬ এর পরিচালক লে. কর্নেল আমির মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।  আমির মজিদ জানান, পতাকা বৈঠকে বিজিবির কাছে ওই ঘটনার জন্য বিএসএফ দুঃখ প্রকাশ করেন। এ ঘটনার কারনে ৭ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে বলেও জানান। এবং পাশাপাশি বিভাগীয় তদস্ত শুরু হয়েছে। তদন্তে দোষী হলে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন বিএসএফ কর্মকর্তারা। এদিকে বিজিবির উদ্যোগে রোববার (১৫ মে) সকালে বিজিবি ও বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে কুষ্টিয়া সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক মাহাবুবুর রহমান ও বিএসএফের পক্ষে কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআইজি কৈলাশ লাল সাহা নেতৃত্ব দেন।