English Version
আপডেট : ১৫ মে, ২০১৬ ২০:১৩

হাসিনা জাতিকে কলঙ্কমুক্ত করেছেন

অনলাইন ডেস্ক
হাসিনা জাতিকে কলঙ্কমুক্ত করেছেন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া  যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকতা দিয়ে মন্ত্রী করেছেন। তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের কলঙ্কিত করেছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে ঘাতক যুদ্ধাপরাধীদের বিচার করে পুরো জাতিকে কলঙ্কমুক্ত করছেন।

রোববার (১৫ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদ আয়োজিত ‘দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তোফায়েল এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে পাকিস্তানের দোসর যুদ্ধাপরাধীদের বিচার এদেশে কোনোদিনই হতো না বলে মনে করেন।

সাম্প্রতিক হত্যাকাণ্ড সম্পর্কে তোফায়েল বলেন, কলাবাগান হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীরা চিহ্নিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যার রহস্য উদঘাটন ও অপরাধীরা গ্রেফতার হয়েছে। আমরা প্রতিটি ঘটনার তদন্ত করে আমরা তার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিয়েছি। সেমিনারে ‘উল্পুয়ন ভাবনা: প্রতিশ্রুতি পহৃরণ ও প্রত্যাশা-২০৪০’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। এসময়ে বক্তব্য রাখেন সভাপতির বক্তব্যে প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, বিএমএ’র মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. আবদুল মোমেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ব ম ফারুক, অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান, মোহাম্মদ নাসির প্রমুখ। সঞ্চালনা করেন আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল।