English Version
আপডেট : ১৫ মে, ২০১৬ ১২:৫৫

লন্ডনের পথে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
লন্ডনের পথে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বুলগেরিয়ার রাজধানী সোফিয়া নগরীতে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল ওমেন ফোরাম’-এ অংশ নিতে ৩ দিনের সরকারি সফরে লন্ডনের উদ্দেশে আজ ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।

আজ রোববার (১৫ মে) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০৫) প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করে।  বিকাল ৪টা ১৫ মিনিটে (লন্ডন সময়) প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবদুল হান্নান ও হাইকমিশনের  কর্মকর্তাগণ।