English Version
আপডেট : ১৪ মে, ২০১৬ ০১:৩৭

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের লক্ষ্যে আ.লীগের যৌথসভা

প্রেস বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের লক্ষ্যে আ.লীগের যৌথসভা

আগামী ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে এক যৌথসভা আয়োজন করেছে আওয়ামী লীগ।

আজ শনিবার (১৪ মে) বিকাল ৫টায় দলটির সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে।

শুক্রবার রাতে আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি।