English Version
আপডেট : ১৩ মে, ২০১৬ ১২:২৬

রোহিঙ্গা ক্যাম্পে আনসার হত্যা, অস্ত্র গুলি লুট

কক্সবাজার প্রতিনিধি :
নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা ক্যাম্পে আনসার হত্যা, অস্ত্র গুলি লুট

কক্সবাজারের টেকনাফে একটি রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের ব্যারাকে হামলা চালিয়ে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। লুট হয়েছে ১১টি আগ্নেয়াস্ত্র ও প্রায় ৬ শতাধিক গুলি। 

আজ শুক্রবার (১৩ মে) ভোরের দিকে টেকনাফের হ্নীলার মুচনী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।   নিহত আনসার কমান্ডার আলী হোসেন (৫৫) টাঙ্গাইলের সফিপুর এলাকার শুক্কুর আলীর ছেলে।

রোহিঙ্গা ক্যাম্প পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ কাসেম বলেন, 'ভোর ৩টার দিকে একদল মুখোশধারী দুর্বৃত্ত ক্যাম্পের অস্ত্রাগারের প্রহরীকে বেঁধে রেখে অস্ত্র লুট করে। এ সময় পাশে আরেক সদস্য আলী হোসেন ঘুম থেকে জেগে উঠলে তাকে গুলি করে মুখোশধারীরা। নিহত আলী হোসেনের বাড়ি টাঙ্গাইলে। এই ঘটনায় দুর্বৃত্তরা ১১টি অস্ত্র ও ৬ শতাধিক গুলি লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ এসে চারদিকে তল্লাশি শুরু করেছে। ক্যাম্পে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।