English Version
আপডেট : ১৩ মে, ২০১৬ ০৯:৪৮

‘আমি এখন একটু লিবারেল হব’

অনলাইন ডেস্ক
‘আমি এখন একটু লিবারেল হব’

বিচারক ও আইনজীবীদের মাঝে কিছুটা দূরত্ব আছে, এই দূরত্ব দূর করতে সাংস্কৃতিক অনুষ্ঠান ভুমিকা রাখবে। আমি যখন কোর্টে বসে যাই, স্বীকার করি, তখন আমার ভিতরে এই মেজাজটা থাকে না। বিশেষ করে আমি মামলাগুলোকে একটু কন্ট্রোলে নিয়ে আসছি। আমি এখন একটু লিবারেল হব বলে মন্তব্য জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।   বর্ষবরণ অনুষ্ঠান আয়োজনের জন্য আইনজীবী সমিতিকে ধন্যবাদ জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘যদিও এটা একচুয়েলি একটু লেট। তারপরও আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। এরকম একটি উদ্যোগ, অ্যাটলিস্ট এরকম একটা অনুষ্ঠান হলে আইনজীবীদের মধ্যে যে দূরত্ব থাকে সেটা কমে যাবে। একই সঙ্গে এটা বিচারক ও আইনজীবীদের মধ্যে যেটুকু দূরত্ব আছে তা কমাবে।’   প্রধান বিচারপতি নিজেকে বেরসিক উল্লেখ করে বলেন, ‘আমি যখন কোর্টে বসে যাই, তখন আমার ভেতরে এই… মেজাজটা থাকে না।’   প্রধান বিচারপতি আরো বলেন, ‘আমি মামলাগুলো একটু কন্ট্রোলে নিয়ে আসছি। আমি এখন একটু লিবারেল হব।’   সঠিক সময়ে পয়লা বৈশাখ উদযাপনে বিচার বিভাগের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাসও দেন প্রধান বিচারপতি।   আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতির উদ্দেশে বলেন, ‘আপনি যে লিবারেল হবেন, এটা আমাদের উৎসাহ যুগিয়েছে। আজকে কিছু বলার দিন নয়, তারপরও বলব হাইকোর্টে অনেক দিন ধরে আগাম জামিন বন্ধ রয়েছে। এ ছাড়া কোর্টগুলো আরেকটু ভালো হওয়া দরকার।’   আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।