English Version
আপডেট : ১২ মে, ২০১৬ ২১:২৯

নিরাপত্তা ইস্যুতে ফের বাংলাদেশে প্রতিনিধি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
নিরাপত্তা ইস্যুতে ফের বাংলাদেশে প্রতিনিধি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের পরিস্থিতি দেখতে ও সরকারের সঙ্গে আলোচনা করতে ফের প্রতিনিধি পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে নিশা দেশাই এ বিষয় নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করে গিয়েছেন। তার দেওয়া রিপোর্ট পেয়ে এ বিষয়ের ধারাবাহিক অগ্রগতি ও আলোচনার জন্যই যুক্তরাষ্ট্র ফের প্রতিনিধি দল পাঠাচ্ছে বলে জানা গেছে। সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া ডেক্সের এক কর্মকর্তার নেতৃত্বে প্রতিনিধি দল পাঠাবে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহের যেকোনো সময়ে তার এই সফর হতে পারে। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সম্প্রতি আলোচনা করে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্র মন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। সফরকালে তিনি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন। যাওয়ার আগ মুহূর্তে একান্তে বৈঠক করেছেন বাংলাদেশস্থ ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে। নিশার সফরের রেশ শেষ না হতেই একই ইস্যুতে আলোচনা করতে বাংলাদেশে এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব। অল্প কিছু দিনের মধ্যে উচ্চ পর্যায়ের দায়িত্বশীল বিদেশি কূটনীতিকদের বাংলাদেশ সফর নিয়ে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে।