English Version
আপডেট : ১২ মে, ২০১৬ ১৮:৪৮

রমজান মাসে আদালতের সময়সূচি

অনলাইন ডেস্ক
রমজান মাসে আদালতের সময়সূচি
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে আদালতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসলেও অপরিবর্তিত থাকছে আপিল বিভাগের সময়সূচি। এছাড়া পরিবর্তন আসছে নিম্ন আদালতের সময়সূচি। বৃহস্পতিবার (১২ মে) হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ এ তথ্য নিশ্চিত করেছেন। আগামি মাসের প্রথম সপ্তাহে রমজান শুরু হবে। পবিত্র মাহে রমজানে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর সোয়া ৩টা পর্যন্ত চলবে। আর হাইকোর্ট বিভাগের দাফতরিক কার্যক্রম চলবে সকাল সোয়া ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত। অপরদিকে রমজানে নিম্ন আদালতের বিচারিক কার্যক্রম শুরু হবে সকাল সাড়ে ৯টায়, যা চলবে বেলা ৩টা পর্যন্ত। নিম্ন আদালতের দাফতরিক কাজ চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। সব ক্ষেত্রেই বিচারকদের জন্য বিরতি থাকবে দুপুর সোয়া ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এদিকে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের কার্যক্রম যথারীতি সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আগের নিয়মেই চলবে। মাঝে ৩০ মিনিটের বিরতি থাকবে।