English Version
আপডেট : ১১ মে, ২০১৬ ১৮:৪২

ফলাফলে আমরা অসন্তুষ্ট নই

নিজস্ব প্রতিবেদক
ফলাফলে আমরা অসন্তুষ্ট নই

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘ফলাফলে আমরা অসন্তুষ্ট নই। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে বুধবার (১১ মে) সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন।

সার্বিক ফলাফলে সন্তুষ্ট কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে নাহিদ বলেন, ফলাফলে আমরা অসন্তুষ্ট নই, কিন্তু আরও ভালো চাই। আমাদের ছেলেমেয়েরা যত ভালো করবে আমরা ততই উৎসাহিত হব। আমি অসন্তুষ্ট এ কথা মোটেই বলব না। যারা পাস করেছেন তাদের অভিনন্দন-শুভেচ্ছা জানাচ্ছি।

পরীক্ষায় যারা পাস করতে পারেনি তাদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় পাস-ফেল করা অনেক সময় নানা বিষয়ের ওপর নির্ভর করে। আমরা আশা করব ভবিষ্যতে তারা ভালো প্রস্তুতি নিয়ে ভালো ফল করবে।

আমরা খুশি আছি কিন্তু আমরা অনেক বেশি খুশি হতে চাই। সবাই যেন ভালো করতে পারে সেই চেষ্টাই আমরা করে যাচ্ছি বলে জানান তিনি।

নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রতিবারই আমরা ৬০ দিনের মধ্যে ফলাফল দিয়েছি। এবার ৫৭ দিনের মধ্যে আমরা ফলাফল দিলাম। তিন দিন আগেই আমরা ফলাফল দিতে পেরেছি। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ছাত্রীদের অংশগ্রহণ ও পাসের হার বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. মাহবুবুর রহমানসহ আট বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।